ইচ্ছা থাকলে উপায় হয় এ কথাটি আমরা সবাই জানি। কিন্তু ইচ্ছা থাকলে তখনই উপায় হবে যখন ইচ্ছাটি হবে যুক্তিসংগত বাস্তব। মানুষ যখনই কোনো ইচ্ছা পোষন করে তখন তার মন সে ইচ্ছাটির স্বপক্ষে নানা ধরনের যুক্তি দাঁড় করায় এবং এ কারনে মানুষ তার ইচ্ছা পূরণ করা জন্য মরিয়া হয়ে উঠে। এ আধুনিক পৃথিবী অসংখ্য মানুষের ইচ্ছাশক্তির ফসল। এ পৃথিবীতে হাজারো প্রমান আছে যে মানুষ শুধুমাত্র তার ইচ্ছাশক্তির মাধ্যমে এমন ধরনের কর্মকান্ড করেছে যা কিনা এক সময় কল্পনাতেও অসম্ভব ছিল। এই ইচ্ছাশক্তির সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। কিন্তু কিভাবে তার প্রয়োগ ঘটাতে হয় তা আমরা জানি না। একটি মানুষের সফলতার মানে হল তার অধিকাংশ ইচ্ছা পূরণে সফলতা। প্রতিটি কাজের যেমন একটা ফলাফল আছে ঠিক তেমনি প্রতিটি ইচ্ছার সাথেও তার একটা পরিনতি আছে। সব ইচ্ছাই যে পূরণ করতে হবে এমন কোন কথা নয় সে ইচ্ছাই অনেক মহৎ যে ইচ্ছা পূরণ হলে অসংখ্য মানুষের মানবজাতির কল্যান হয়। সফলতা সেটাই যেটা একটা মানুষের মনে পরিপূর্ন তৃপ্তি এনে দেয় আর এটা তখনই সম্ভব যখন সেই মানুষের ইচ্ছা পূরণ হয়।
ইচ্ছাশক্তিতে জোড় থাকতে হবে দূর্বল ইচ্ছাশক্তি মনকে আরো ব্যথিত করে তোলে। যে ইচ্ছাশক্তি আপনার ¯œায়ুকে নাড়া দিতে পারেনা, লোমকুপকে শিহোরিত করতে পারে না, চোখের মাঝে জ্বলজ্বল করতে পারে না, সে ইচ্ছা কখনো শক্তি হতে পারেনা, সেটা হয় বোঝা। এরকম অসংখ্য ইচ্ছার বোঝা মাথায় নিয়ে আমরা জন্ম থেকেই বয়ে বেড়াই। মনের সকল ইচ্ছা পূরণ করা ইচ্ছাও থাকতে হবে। যে মানুষ তার নিজের ইচ্ছা পূরণ করতে পারে না সে আরেক জনের ইচ্ছা কিভাবে পূরণ করবে।
প্রথম এভারেষ্ট বিজয়ী স্যার এ্যাডমন্ড পার্সিভ্যাল হিলারী বলেছেন:-
“তরুনদের প্রতি আমার উপদেশ হল, তোমরা সব সময় বড় কিন্তু চিন্তা কোরো, বড় কিছু পাওয়ার চেষ্টা করো, হয়ত একবারে পারবে না। দু বারেও পারবেনা কিন্তু এক সময় বিজয় আসবেই। কোনো কাজ করবার চেষ্টা করলে সেই কাজের উপর আরও বেশি দখল আসে। সেই কাজ করা আরও বেশি সহজ হয়ে যায় । যে কোনো কিছু জয় করার সামর্থ্য রয়েছে তোমার।”
যুক্তরাষ্টের ফার্স্টলেডি মিশেল ওবামা এক সেমিনারে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন:-
“জীবনে কতটা সুখী হলে, কতটা আরামে থাকলে তাতে জীবনের সার্থকতা নয়। জীবনের আসল সার্থকতা হল বিপদের সময় হার মেনে না নিয়ে লড়াই করে ঘুরে দাড়াঁনো। বিপদের সময় প্রশ্ন একটাই যা নেই সেটার কথা ভেবে হার মানবে না, যা আছে সেটাকেই শক্তি ভেবে লড়াই চালিয়ে যাবে। নিজের স্বপ্লকে নির্ধারণ করে এগিয়ে যেতে হবে জীবনে যেটা তোমার স্বপ্নের কাজ, সেটা করার চেষ্টা করবে সব সময়। অন্যের স্বপ্ন বাস্তবায়নে যত আনন্দ তার চেয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নে আনন্দ অনেক বেশী।”
আমার যা ইচ্ছা আমি তাই করব এই ধারনা সর্বদাই ক্ষতি ডেকে আনে। ইচ্ছাটা অবশ্যই যুক্তি সংগত হতে হবে। আমাদেরকে বাচিঁয়ে রাখে আমাদের বেঁচে থাকার ইচ্ছা। হয়ত নিজের জন্য নয়ত আরেকজনের জন্য।
স্বপ্ন পুরন করার জন্যও দৃঢ় ইচ্ছা লাগে। আপনার স্বপ্ন পুরনের ইচ্ছা কি এতই দুর্বল যে আপনি সেটা পূরনের জন্য কোনো পরিকল্পনা গ্রহন করবেন না, কোনো ঝুঁকি নিবেন না? স্বপ্ন পুরনের ইচ্ছাই যদি না থাকে তাহলে স্বপ্ন দেখে কি লাভ? আপনার স্বপ্ন যেন আপনার চোখে জ্বলজ্বল করে এমনভাবেই স্বপ্ন দেখুন।
ভারতের প্রয়াত সাবেক প্রেসিডেন্ট এ পি জে আবুল কালাম বলেছেন,
স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে দেখেন স্বপ্ন হল সেটা যা আপনাকে ঘুমাতে দেয় না।